Home / বগুড়ার খবর / বগুড়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুর নিউজ২৪ডট নেটঃ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী বগুড়া নানা আয়োজনে পালিত হয়েছে।

রবিবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী বগুড়া জেলা বিএনপি নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এর মধ্যে দুপুরে কয়েকটি এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ, বাদ জোহর বায়তুর রহমান মসজিদে দোয়া মাহফিল এবং বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ, বিএনপি চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকিরসহ বিএনপি, যুবদল,ছাত্রদল, মহিলাদল শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১৩৪

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published.

4 × one =

Contact Us