এম.এ.রাশেদঃ বগুড়ার ধুনটে বাবার সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স¤্রাট (১০) নামের এক ছেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার পেঁচিবাড়ী গ্রামের লাল চাঁনের ছেলে ও পেঁচিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী। শনিবার সকাল ১০টার দিকে পেঁচিবাড়ি গ্রামের বাঙ্গালী নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পেচিবাড়ি গ্রামের সিএনজিচালক লাল চাঁন মিয়া তার ছেলে স্কুলছাত্র স¤্রাটকে নিয়ে বাঙ্গালী নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতা বসতঃ নদীর পানিতে ডুবে যায় স¤্রাট নামের ওই শিক্ষার্থী। প্রায় ২ ঘণ্টা উদ্ধার চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে স্কুলছাত্র স¤্রাটের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস অ্রান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ আতাউর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয় লোকজন বাঙ্গালী নদী থেকে লাশটি উদ্ধার করেছে।