শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বগুড়া পৌর পার্কে ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়ার সহযোগিতায় পথের দিশা ভাসমান স্কুলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি ও ফাঁপোর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথের দিশা’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদ আহমেদ বাবু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক গনেশ দাস, আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, কাহালু আদর্শ ডিগ্রী কলেজের অধ্য রেজাউল আখলাক, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি ও পথের দিশা ভাসমান স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক মোস্তফা মোঘল, ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহমেদ, আরিফুর রহমান জুয়েল, খায়রুল বাসার, মোঃ গোলাম মোস্তফা, এস এম সবুজ মিয়া, নিরব মিয়া, রবিউল ইসলাম, হুমায়ন কবীর জিয়া, ডা: ইমরান রাশেদ, শিক মিদুল হাসান, শিক বেলাল হোসেন, শিক মুরছালিন বাপ্পী, শামীম আহম্মেদ, নাহিদ আকতার, লেমন খান, সজিব, পথের দিশা ভাসমান স্কুলের শিক নূর ইসলাম প্রমূখ।
