দেবর-ভাবির দ্বন্দ্বে ভাঙনের মুখে পড়েছে একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি ঘোষণা মধ্য দিয়ে এই টানাপোড়েন প্রকাশ্য রূপ লাভ করেছে। এক পক্ষ এরশাদের ভাই জিএম কাদেরকে, আরেক পক্ষ এরশাদপত্নী রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা দিয়েছে। ফলে জাতীয় পার্টির ভবিষ্যত কী হতে যাচ্ছে তা অনেকটাই অনুমেয়।
জানা যায়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরপরই দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন, তা নিয়ে শুরু হয় রশি টানাটানি। এর মধ্যে গত ১৮ জুলাই বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জিএম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া দেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এতে দলে রওশনপন্থী বলে পরিচিত জ্যেষ্ঠ নেতাদের অনেকেই অখুশি হন। এসময় জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে অস্বীকার করে বিবৃতি দেন রওশন এরশাদসহ দলের সাত জন সংসদ সদস্য ও দুই জন প্রেসিডিয়াম সদস্য। যদিও এ নিয়ে তখন বড় ধরনের কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি।
এর আগে, জিএম কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে ছিলেন। এরশাদ মৃত্যুর আগে তাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন।