শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ গণপরিবহনে একবার ভাড়া বৃদ্ধির পর তা কমার নজির খুবই কম। কিন্তু বগুড়ার শেরপুরের বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি অটোরিক্সার ভাড়া কমে সেই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শেরপুর শহরের ধুনট মোড় থেকে চলাচলকারী ৪টি রুটের সিএনজি অটোরিক্সার ভাড়া কমেছে।
চালকেরা জানান, শেরপুর থেকে ধুনটের সিএনজি ভাড়া ৩০ টাকার স্থলে ২০ টাকা, শেরপুর থেকে সোনামুখীর ভাড়া ৪০ টাকার স্থলে ৩০ টাকা,শেরপুর থেকে গোসাইবাড়ির ভাড়া ৫০ টাকার স্থলে ৪০ টাকা এবং শেরপুর থেকে সারিয়াকান্দির কড়িতলার ভাড়া ৬৫ টাকার স্থলে ৬০ টাকা নেয়া হচ্ছে।
ঈদের কয়েকদিন পর থেকে হ্রাসকৃত এই ভাড়া কার্যকর করা হয়েছে বলে বগুড়া জেলা অটোরিক্সা মালিক সমিতি সুত্রে জানা গেছে।
অথচ এক বছর পুর্বেও শেরপুর থেকে ধুনটের সিএনজি ভাড়া ছিল ২৫ টাকা, গোসাইবাড়ির ৪৫ টাকা, সোনামুখীর ৩৫ টাকা।
ভাড়া কমায় সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করলেও সিএনজি চালক ও মালিকেরা অসন্তুষ্ট। তাদের দাবী পরিবহনের যন্ত্রাংশসহ রোড খরচ বেড়েছে কিন্তু ভাড়া বাড়ার পরিবর্তে কমায় ব্যবসায় লোকসান গুনতে হবে।
