Home / স্থানীয় খবর / শেরপুরে কোথায় কখন ঈদের জামাত জেনে নিন

শেরপুরে কোথায় কখন ঈদের জামাত জেনে নিন

শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ সোমবার পবিত্র ঈদুল আযহা পালিত হবে দেশজুড়ে। বগুড়ার শেরপুর পৌরশহরে এ উপল্েয সকালে ১৩টি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদের নামাজের জামাত। জেনে নিন কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৭টা ৪৫ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হবে বাগানবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৮টায় শেরপুর বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, উলিপুর ঈদগাহ ময়দান, উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, উপজেলা আহলে হাদীস পার্ক মসজিদ ঈদগাহ ময়দান, উত্তরসাহাপাড়া ঈদগাহ ময়দান, আহলে হাদীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান (ডিজে হাইস্কুল খেলার মাঠ), শেরপুর নয়াপাড়া ঈদগাহ ময়দান (কবরস্থান সংলগ্ন), গোসাইপাড়া বায়তুর আমান জামে মসজিদ ও দ্বারকীপাড়া ঈদগাহ ময়দানে।
সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের নামাজ হবে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে ও সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে শেরপুর ডিগ্রী কলেজ ঈদগাহ মাঠ ও দুবলাগাড়ী ঈদগাহ মাঠে।
শেরপুর পৌরসভা সুত্রে ঈদগাহ সুমহে জামাতের এই সময়সুচী পাওয়া গেছে।

Check Also

শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে …

Leave a Reply

Your email address will not be published.

fourteen − 12 =

Contact Us