শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের হাসপাতাল রোড মোড়ে শনিবার ভোর ৬টার দিকে ঢাকাগামী একটি বাদাম বোঝাই ট্রাক উল্টে দুই জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, ভোর ৬টার দিকে ঢাকাগামী একটি বাদাম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৬৬৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী আহত চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে।
