শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে উপজেলার খামারকান্দি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি দক্ষিণপাড়ার মকবুল হোসেনের বাড়িতে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।
এরা হলো-খামারকান্দি গ্রামের মাহমুদ আলীর ছেলে মো. নান্নু মিয়া (২৫), মির্জা আলীর ছেলে আল আমিন (৩০) মন্ডল মিয়ার ছেলে আল আমিন (২৫) এবং লালমনিরহাট জেলার চরকুলাসিয়াম গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বুজুর আলী (৪৫)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
Check Also
শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে বজ্রপাতে মোস্তাফিজার রহমান ফিজার আলী (৪৮)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার …