শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে সপ্তম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে একাদশ শ্রেনীর দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শেরপুর থানায় শুক্রবার রাতে একটি মামলা (নং ৪৫) দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বিকালে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে তার কাকাকো ভাই দীপক তালুকদার (১৯) সহ তিনজন জোরপুর্বক ধর্ষণ করে। পরে তারা এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শণ করে। এ ঘটনার নয়দিন পর ছাত্রীর বাবা শেরপুর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিশ্বা গ্রামের দ্বিজেন্দ্র্রনাথ তালুকদারের ছেলে দীপক তালুকদার, গিরেন্দ্রনাথ তালুকদারের ছেলে পিযুষ তালুকদার কে গ্রেপ্তার করে। এরা শেরপুরের ছোনকা এলাকার একটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Check Also
শেরপুরে ৭ বছরের কন্যা শিশুকে যৌন হয়রানি
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক …