শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর সোনারপাড়া এলাকায় বাড়িতে জমজমাট জুয়ার আসর থেকে রবিবার মধ্যরাতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর উপজেলার গোপালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৩০), দুলু মন্ডলের ছেলে ফুলবাবু (৩৫), মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩২), কুদু মিয়ার ছেলে আবু সাঈদ (৩৫),দুলাল হোসেনের ছেলে জেল হক (২১), আব্দুল কাদেরের ছেলে খোকন (২২), আব্দুর রহিমের ছেলে রুবেল (২৬) ও খোকন মিয়ার ছেলে জয়নাল (২০)।
শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, রবিবার মধ্যরাতে গোপালপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে বাবুলের টিনশেড বাড়িতে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে নগদ ২হাজার ৫ টাকা, তাস, সিগারেটএর প্যাকেট জব্দ করা হয়।
সোমবার দুপুরে তাদেরকে জুয়া আইনের মামলায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Check Also
শেরপুরে আরেক বন্ধুরও লাশ উদ্ধার
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে নদী থেকে উদ্ধার হওয়া সাম্মাম (১৮) এর নিখোঁজ বন্ধু শিশিরেরও লাশ উদ্ধার …