Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / শাহজাদপুর / সিরাজগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলের মৃত্যু

সিরাজগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মীরুর শটগানের গুলিতে আহত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল হাকিম শিমুলের ভাই মো. আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত শিমুলকে বগুড়ায় পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হওয়ায় সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি করা হলে তিনি মারা যান।

Contact Us