সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে ১১০

পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে ১১০

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তানের কুররাম জেলায় জাতিগত দাঙ্গা অব্যাহত রয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (২৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

জিও নিউজ বলছে, দাঙ্গায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার বিবদমান গোষ্ঠীগুলো ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে- এমন খবর আসার পর বৃহস্পতিবার আবার সংঘর্ষ হয়েছে।

বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে সহিংসতার সূচনা হয়েছিল গত ২১ নভেম্বর। সেইদিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।

সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে।

Check Also

সিরিয়ায় যে কারণে বেপরোয়া হামলা চালাচ্ছে ইসরায়েল

শেরপুর নিউজ ডেস্ক: বাশার আল-আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা ক্রমশ বেড়ে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =

Contact Us