Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

অর্থ আত্মসাতে অভিযুক্ত টিউলিপকে নির্দোষ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক:

ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঈশ্বরদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মাসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ তোলপাড়ও চলছে। তারই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এসব অভিযোগ অস্বীকার করে টিউলিপকে নির্দোষ বলে পূর্ণ সমর্থন দিয়েছেন।

অভিযোগে জানা যায়, অবকাঠামো প্রকল্প থেকে প্রায় ৫৯ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে শেখ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকেরও নামও উঠে আসে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, টিউলিপ ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত, তার কাজ হচ্ছে যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেই। এসব অভিযোগে জড়িত থাকার কথা পুরোপুরিভাবে অস্বীকার করেছেন তিনি।

স্টারমারের মন্ত্রীসভার অন্যতম এক সদস্য লুইস হাই, যিনি যুক্তরাজ্যের পরিবহণ মন্ত্রী হিসেবে পার্লামেন্টের সদস্য হওয়ার আগেই ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর মন্ত্রিত্ব ছেড়েছেন। সেই কেলেঙ্কারি শেষ হতে না হতেই এবার স্টারমারের মন্ত্রিসভার আরেক সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎের অভিযোগ উঠল। যুক্তরাজ্যের রক্ষণশীলরা বলছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্টারমারের রাজনৈতিক রায় ও সিদ্ধান্তের নতুন ‘কালদাগ’।

অভিযোগের জবাবে, স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন যে সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি (টিউলিপ সিদ্দিক) দুর্নীতিবিরোধী সমস্যাগুলি পরিচালনা করতে থাকবেন।

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক।

তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় খোদ রাশিয়া পরপর দুইবার জানিয়ে দেয়, এতে কোনো ধরনের দুর্নীতি হয়নি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us