শেরপুর নিউজ ডেস্ক:
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনের পাশাপাশি হলিউডেও নাম লিখিয়েছেন তিনি। পেয়েছেন প্রশংসাও। তবে এখন আর চাইলেও তিনি হলিউডে কাজ করতে পারবেন না। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের শোতে এসে এমনটাই জানান আলিয়া ভাট। খবর : মিরচি প্লাস
২০২৩ সালে মুক্তি পায় আলিয়া অভিনীত সিনোমা ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার শুটিং যখন চলছিল তখনই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকা। এরপর ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহার। সন্তান জন্মের পর তেমন একটা বিরতি নেননি আলিয়া। এর মধ্যেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জিগরা’।
সেই সিনেমার প্রচারে এসে তিনি জানালেন, যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে সম্ভব নয়।
আলিয়া বলেন, ‘হলিউডে কাজ করার বিষয়ে আমি সবসময়ই আগ্রহী। তবে এখন আগের মতো চাইলেই আমি চলে যেতে পারব না। কারণ এখন রাহা আছে। তাই চাইলেও এ মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন-চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর এভাবে দীর্ঘদিন বাইরে থাকতেও পারব না।’
এরপর হলিউড প্রসঙ্গে আলিয়া আরও বলেন, হলিউডের প্রোজেক্টগুলোতে অনেক সময় লাগে, তারা হুটহাট কোনো কাজ করে না। তাই আপাতত হলিউডের কাজ করা নিয়ে ভাবা হচ্ছে না।
যদিও এর আগে মেয়েকে দেখাশোনার বিষয়ে রণবীর কাপুর কতটা পারদর্শী সে কথা জানিয়েছিলেন আলিয়া। এমনকি রণবীর নিজেও জানিয়েছিলেন, তারা দুজনে একসঙ্গে কাজে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন। তাই মেয়ের জন্যই আপাতত হলিউড নিয়ে ভাবছেন না এই নায়িকা।
এদিকে আলিয়া অভিনীত ‘জিগরা’ মুক্তি পেয়েছে ১১ অক্টোবর। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না। ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ প্রথম দিনে ভারতে ৪.২৫ কোটি আয় করে।


Users Today : 55
Users Yesterday : 291
Users Last 7 days : 1304
Users Last 30 days : 6103
Users This Month : 4377
Users This Year : 35785
Total Users : 511033
Views Today : 97
Views Yesterday : 437
Views Last 7 days : 2187
Views Last 30 days : 9441
Views This Month : 6518
Views This Year : 103840
Total views : 772048
Who's Online : 2