শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে তীব্র তাপদাহে ও ভ্যাবসা গরমে বগুড়ার শেরপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে গরমের তীব্রতা বেড়েই চলেছে। দিনের বেলায় রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। গরমের সঙ্গে যোগ হয়েছে অস্বস্তিকর আদ্রতা। ফলে ঘরে-বাইরে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তাপপ্রবাহের কারণে সর্দি-কাশি, ডায়রিয়া ও ডিহাইড্রেশনের মতো রোগ বাড়ছে।
হাসপাতাল গুলোতে গরম জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকেরা এ অবস্থায় সবাইকে প্রচুর পানি পান করা, সরাসরি রোদে কম বের হওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন। আগামী রবিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা ও ভ্যাবসা গরম কমবে বলে আশা করছেন। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১০ দিন আগে প্রতিদিন ভর্তি রোগি থাকতো ৫০-৫৫ জন,বর্তমানে রোগির সংখ্যা বেড়ে প্রতিদিন ৭৫ থেকে ৮০ জন। স্বাস্থ্যকেন্দ্রের আসনের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চরম বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা।
অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। সরেজমিনে ৩১ শয্যা বিশিষ্ট শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বেড না পেয়ে অনেক রোগী বারান্দায় মশা-গরমের কষ্ট সহ্য করেই চিকিৎসা নিচ্ছেন। গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকার আব্বাস (৪৫) ও খানপুরের মমতাজ বেগম (৩৭)জানান, হঠাৎ করেই ডায়রিয়া শুরু হয়েছে। এজন্য ২দিন হলো হাসপাতালে এসেছি। বেড না থাকায় বাহিরে বারান্দায় চিকিৎসা নিচ্ছি। মির্জাপুর থেকে আসা আব্দুল বাছেদ (৪২) ও রানী নগরের সাথী খাতুন (২২) জানান, আমরা দুইদিন আগে হাসপাতালে এসেছি টাইফয়েট জ¦র নিয়ে। এখনো কোনো বেড পাইনি।
বারান্দায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। উপরে ফ্যান থাকলেও এই ঝড় বৃষ্টিতে পানি আসে। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজিদ হাসান সিদ্দিকি বলেন, আবহাওয়ার পরিবর্তন ও অতিরিক্ত গরমের কারনে জ¦র, সর্দি কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে। বর্তমানে মিল কল কারখানা, ইটভাটা বেড়ে গেছে এবং গাছপালার সংখ্যা কমে যাওয়ায় দুষিত বাতাস ও বিশুদ্ধ খাবার পানির কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তিনি আরোও জানান, এখন প্রতিদিন ৭০ জনের অধিক রোগী বহি র্বিভাগে আসছেন। ভর্তির সংখ্যা এত বেশি যে পুরাতন রোগী ছাড়া নতুন কাউকে শয্যা দেওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, রোগিরা হাসপাতালের বারান্দায় অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে এজন্য ১০টি অতিরিক্ত ফ্যান লাগিয়ে সেখানে বাতাসের ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডা বা অতিরিক্ত গরমে একদম ছোট শিশু ও বৃদ্ধদের বাইরে কম বের করার আহ্বান জানিয়েছেন।