Bogura Sherpur Online News Paper

বিনোদন

হিমেলের নতুন সিনেমায় শাকিব খান

শেরপুর নিউজ ডেস্ক:

হিমেল আশরাফের হাত ধরে শাকিবিয়ানদের গন্ডি ছাড়িয়েছেন সুপারস্টার শাকিব খান। প্রিয়তমা সিনেমার মাধ্যেম সব শ্রেণির দর্শকের মনে জায়গা নিয়েছেন। রাজকুমারেও ছিলেন শাকিব। সংবাদমাধ্যমকে এ নির্মাতা জানিয়েছেন পরের ছবিও শাকিবকে নিয়েই বানাবেন তিনি।

তবে সহসা আসছে না সে সিনেমা। কেননা কিং খান এখন ব্যাস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও দুই পরিচালকের ছবির কাজ করবেন। তাই নতুন কাজের শাকিবকে পেতে অপেক্ষা করতে হবে হিমেলকে।

 

এতে অবশ্য আপত্তি নেই হিমেলের। কেননা তিনি শাকিবকে নিয়ে ফেরার সিদ্ধান্তেই অনড়। প্রয়োজনে ২০২৬ সালে ছবি মুক্তি দেবেন। তবুও কিং খানকেই চাই তার।

হিমেল আশরাফের কথায়, ২০২৬ সালের আগে নতুন ছবির পরিকল্পনা নেই। আপাতত সাময়িক বিরতিতে আছি বলতে পারেন। তবে এর মধ্যে নতুন ছবির গল্প নিয়ে ভাবনা শেষ। চিত্রনাট্যের কাজ চলছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে শাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরব যখন শাকিব ভাইকে নিয়েই ফিরব।

প্রসঙ্গত, শাকিব-হিমেলের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজকুমার’। এতে সুপারস্টারের বিপরীতে ছিলেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us