Bogura Sherpur Online News Paper

বিনোদন

পারিবারিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদী পাওলি

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

অনেকদিন পর পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে। ওটিটি প্লাটফর্ম হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘কাবেরী’। পরিচালক সৌভিক কুণ্ডুর পরিচালিত ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। হইচইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন অভিনেত্রী। তার সঙ্গে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি একটি ফ্রেশ জুটি।

অভিনেত্রী নতুন এই সিরিজ সম্পর্কে বলেন, কাবেরি শুধু একটি চরিত্রের চেয়েও বেশি কিছু। এটি স্থিতিস্থাপকতা এবং শক্তির হৃদয়ে গভীরভাবে ব্যক্তিগত যাত্রা। আমি আশা করি এই গল্পটি তাদের সঙ্গে অনুরণিত হবে যারা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং তাদের নিজেদের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার ক্ষমতায়ন করেছেন।

হইচই জানিয়েছে, কাবেরী শুধুমাত্র একটি সিরিজ নয়, তার থেকেও বেশি কিছু। এটি সমসাময়িক বিষয়গুলোর ওপর একটি সাহসী বিবৃতি। যা নারী শক্তিকে উজ্জীবিত করে। নারীকে সাহস জোগায় রুখে দাঁড়ানোর, চোখে চোখ রেখে কথা বলার, ভয়ে পিছিয়ে না যাওয়ার ৷

এই সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চরিত্রটি পারিবারিক হিংসার শিকার। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এই সিরিজ। উল্লেখ্য, প্রথমে সিরিজের নাম স্থির হয়েছিল ‘গুটিপোকা’। পরে অবশ্য ‘কাবেরী’ নামটিই চূড়ান্ত হয়েছে।

নির্মাতাদের দাবি, সিরিজে পাওলি অভিনীত চরিত্রটির সফরের সঙ্গে সঙ্গেই রহস্য এবং চমক বুনে দেয়া হয়েছে।

পাওলির জানান, আমার কাছে কাবেরী শুধুই কোনো চরিত্র নয়, একটা আলাদা সফর। যেসব নারী ভুক্তভোগী, আশা করছি, এই সিরিজটা তাদের মনোবল জুগিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে সাহায্য করবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us