Home / বগুড়ার খবর / শেরপুরে অসহায় হাফেজকে শহর জামায়াতের উপহার

শেরপুরে অসহায় হাফেজকে শহর জামায়াতের উপহার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে অসহায় হাফেজ ও তার ছোট্ট বোনকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাকাল ১০টায় শেরপুর হাসপাতাল রোড লাইফ লাইন জেনারেল হাসপাতালে তাকে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহযোগিতা (উপহার) প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর শহর শাখার আমির আলহাজ্ব মোঃ আব্দুল খালেক সরকার। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর শহর শাখার কর্ম পরিষদের সদস্য হেদায়েতুল ইসলাম, শহরের ১নং ওয়ার্ড শাখার সভাপতি এম শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড শাখার সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ তার চিকিৎসা খোঁজখবর নেন এবং আগামী দিনে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার করার ব্যাপারে আশ্বস্ত করে বলেন, এটা আর্থিক সহায়তা নয়, এটা একজন হাফেজকে উপহার হিসেবে দেওয়া । আমরা একে অপরের আত্মীয়, আত্মীয়র বাড়ীতে বেড়াতে বা দেখা করতে গিয়ে যেমন উপহার নিয়ে যায় আমরাও আজ একজন হাফেজ ও তার ছোট বোনের জন্য উপহার দিলাম।

Check Also

শেরপুরে কৃষকের বিদেশী জাতের দুটি গরু চুরি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার শালফা গ্রামে মকবুল হোসেন নামের এক কৃষকের দুটি বিদেশী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =

Contact Us