সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় আন্দোলনে শহীদ ১৯ জনের নামে ‌‘স্মৃতিফলক’ উন্মোচন

বগুড়ায় আন্দোলনে শহীদ ১৯ জনের নামে ‌‘স্মৃতিফলক’ উন্মোচন

শেরপুর নিউজ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের সময় বগুড়ায় নিহতদের নাম-ঠিকানা সংবলিত ‘স্মৃতিফলক’ উন্মোচন করেছে জাস্টিস ফর জুলাই পরিষদ।

রবিবার (৪ নভেম্বর) শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্ত মঞ্চের পাশে এই স্মৃতিফলক উন্মোচন করা হয়। স্মৃতিফলকে প্রাথমিকভাবে ১৯ জন শহীদের নাম স্থান পেয়েছে। ভবিষ্যতে যাচাই-বাছাই করে আরো নাম যুক্ত করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত বগুড়া ভিত্তিক ছাত্র-নেতৃত্বাধীন সংগঠন জাস্টিস ফর জুলাই শহীদদের স্মরণে এই নাম ফলকটি উন্মোচন করেন। এই তালিকায় শিশু কিশোর আছেন চারজন। এদের মধ্যে বগুড়ায় মারা গেছেন অন্তত ১৬ জন। অপর তিনজন মারা গেছেন ঢাকা ও সাভারে।

স্মৃতিফলকে স্থান পাওয়া ১৯ শহীদ হলেন- বগুড়া সদরের কমর উদ্দীন বাঙ্গী (২১), সিয়াম শুভ (১৬), আব্দুল মান্নান (৭০), শিমুল মন্ডল (৪৫), মাহফুজার রহমান (৩০), জুনাইদ ইসলাম রাতুল (১২), রিপন ফকির (৩৬), শিবগঞ্জের রনি মিয়া (২৮), সেলিম হোসেন (৩৫), দুপচাঁচিয়ার আবু রায়হান (২৯), কাহালুর মনিরুল ইসলাম (২৩), গাবতলীর জিল্লুর সর্দার (৪৫), সাকিল হাসান মানিক (২৩), সাব্বির হাসান (১৪), নন্দীগ্রামের সোহেল রানা (৩০), সোনাতলার আবদুল আহাদ সৈকত (১৬), সারিয়াকান্দির রহমত মিয়া ধলা (২১) দিনাজপুরের হিলির মো. সেলিম (৪৫) এবং বগুড়া শজিমেক হাসপাতালে অজ্ঞাত একজন।

খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট নিহতদের মধ্যে উল্লেখযোগ্যরা বগুড়া শহরের নবাববাড়ি ডায়াবেটিস হাসপাতালের সামনে পাকা রাস্তাও ওপর কমর উদ্দিন বাঙ্গী, শহরের সাতমাথা স্টেশন রোডে আইএফআইসি ব্যাংকের সামনে শিবগঞ্জ উপজেলার পালিকান্দার সেকেন্দার আলীর ছেলে সেলিম হোসেন, কাঁঠালতলা-বড়গোলা পর্যন্ত রাস্তার ওপরে আব্দুল মান্নান, শহরের ২ নম্বর রেল গুমটির উত্তরে ঝাউতলায় রিপন ফকির এবং ঝাউতলায় পাকা রাস্তায় জিল্লুর রহমান গুলিবিদ্ধ ও অস্ত্রাঘাতে নিহত হন।

জাস্টিস ফর জুলাই বগুড়া জেলা শাখার সদস্য সচিব এ.এম.জেড. শাহরিয়ার বলেন, আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের নাম সংগ্রহ অব্যাহত রেখেছি। আমরা নতুন কোনো নাম পেলেই তা ফলকে অন্তর্ভুক্ত করবো।

এই স্মৃতিফলকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে অনেকেই শেয়ার করেছেন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব অপরাধীর দ্রুত বিচার করতে হবে। অবিলম্বে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Check Also

ধুনটে এলাঙ্গী ইউনিয়ন তাঁতী দলের কমিটি গঠন

ধুনট( বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন তাঁতী দলের দুই বছর মেয়াদী ৩১ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =

Contact Us