Home / রাজনীতি / সড়ক দুর্ঘটনা নিয়ে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই : বিএনপি

সড়ক দুর্ঘটনা নিয়ে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই : বিএনপি

শেরপুর ডেস্ক: ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার এবং ৩টি ইজিবাইকের ১৪ জন যাত্রী নিহত ও আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ এপ্রিল) রাতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব আরও বলেন, এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।

তিনি বলেন, প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, অথচ সরকারের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে-যা গভীর উদ্বেগজনক।

তিনি ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থতা কামনা করেন। এছাড়া হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Check Also

বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না : ওবায়দুল কাদের

  শেরপুর ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কালো চশমা পরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =

Contact Us