শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. যোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ শেষে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্ঠা আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, আব্দুল ওহাব, আমিনুল ইসলাম ভোলা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির দপ্তর মির্জা নজরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার পুটি, মিষ্টি, শেফালী, ডিনা, লাইলী, শেরপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মাহবুবুল হক মাহবুব, সিনিয়র সহ-সভাপতি তারিফউল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে ৫ শতাধিক গাছের চারা রোপন করা হয়।