শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমাননগর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের নাম আব্দুস সাত্তার। তিনি গাড়িদহ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, ২০১৩ সালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবদুস সাত্তারের বিরুদ্ধে মামলা হয়। এ মামলা এখন বিচারাধীন। ওই মামলায় আব্দুস সাত্তারের নামে সম্প্রতি থানায় গ্রেপ্তারি পরোয়ানা আসে। সেই গ্রেপ্তারি পরোয়ানামূলে সকালে তাঁর বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, দুপুরে আব্দুস সাত্তারকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।