Bogura Sherpur Online News Paper

রাজনীতি

এ দেশে ফ্যাসিবাদতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ : নাহিদ ইসলাম

 

শেরপুর নিউজ ডেস্ক:

এ দেশে আর ফ্যাসিবাদ চলবে না জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আবারো রক্ত দেব, জীবন দেব।

রবিবার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। ঝালকাঠিবাসীর প্রধান সমস্যা নদীভাঙন, রাস্তাঘাটের উন্নয়ন এবং যানজটের সমস্যাগুলো আমরা শুনেছি। এগুলো সমাধানে আমরা কাজ করব।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মশিউর রহমান উপস্থিত ছিলেন। পদযাত্রায় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us