ধুনট (বগুড়া) সংবাদদাতা: ধুনট উপজেলায় শ্বশুর-শাশুড়ি ঈদ উপহার না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সাগর মিয়াকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাগর মিয়া উপজেলার সাগাটিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে ধুনট পৌরসভা কার্যালয় এলাকা থেকে সাগর মিয়াকে গ্রেফতার করে পরের দিন শুক্রবার দুপুর ২টায় সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়।
আদালত শুনানি শেষে সাগর মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করে থানায় পুলিশের হেফাজতে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, গৃহবধূর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেসে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।