Bogura Sherpur Online News Paper

বিনোদন

দর্শকদের ধন্যবাদ দিলেন অভিনেত্রী তানজিন তিশা

 

শেরপুর নিউজ ডেস্ক:

অভিনয় জগতে তানজিন তিশা এখন আর আগের মতো নিয়মিত নন, নিয়মিত না হলেও প্রাসঙ্গিক। কারণ, তিনি বেছে নিচ্ছেন কাজ, যাচাই করে নিচ্ছেন গল্প। ঈদুল আজহায় প্রকাশিত তার পাঁচটি নতুন কনটেন্টই এই মনোভাবের গ্রহণ। এর মধ্যে রয়েছে একটি ওয়েব ফিল্ম, যা দর্শকের ভিন্ন স্বাদ এনে দিয়েছে।

তিশা বলেন, ‘একটা বিষয় চোখে পড়ছে বারবার- নারীকেন্দ্রিক চরিত্রে আমাকে সবচেয়ে বেশি গ্রহণ করেন দর্শকরা। এমন গল্পেই তারা আমাকে দেখতে চান, বারবার জানান ভালোবাসা দিয়ে। আমি এটা গর্বের সঙ্গেই বলি, আমার অনুসারীরা সচেতন, চিন্তাশীল এবং সৃজনশীল গল্পের কদর করতে জানেন।’

এবারের ঈদের পাঁচটি কনটেন্টের মধ্যে দুটি ছিল নারীনির্ভর। কাজ শেষে ইতোমধ্যে দর্শকদের কাছ থেকে প্রশংসাবার্তা পেয়েছেন তিনি, যা তাকে ভবিষ্যতে আরও যত্নবান করে তুলছে বলেও জানান। পেশাগত চাহিদার দিক থেকে ‘সংখ্যা নয়, মান’Ñ এটাই এখন তিশার মূলমন্ত্র। তার ভাষায়, ‘আমি ইচ্ছে করেই কাজের সংখ্যা কমিয়ে এনেছি। শুধু ঈদ নয়, সারা বছরই আমি চেষ্টা করি কম কাজ করতে, তবে সেই কাজ যেন নিজে চ্যালেঞ্জ নিতে পারি। এবারের ঈদে ‘হাইড এন সিক’ এবং ‘সিক্রেট অব শিউলি’- এই দুটি কাজ আলাদা করে আলোচনায় এসেছে।’

ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্ল­তে মুক্তি পাওয়া ‘হাইড এন সিক’ ওয়েব ফিল্মে তিশা ছিলেন মুখ্য ভূমিকায়। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। সহশিল্পীদের মধ্যে ছিলেন দীঘি, জিয়াউল রোশান, চমক, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। এ ছাড়া ছোটপর্দায় তিশা অভিনয় করেছেন আরও তিনটি নাটকে ‘মায়াডোর’, ‘ভাঙ্গা আয়নার গল্প’ ও ‘অবুঝ বায়না’। প্রতিটি কাজেই চেষ্টা করেছেন নিজেকে ভাঙচুর করে নতুনভাবে হাজির করতে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us