Bogura Sherpur Online News Paper

শেরপুর

শেরপুরে শহীদ দিবস উপলক্ষে এনসিপির দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙণে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় উপজেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

দলটির স্থানীয় কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল আলীম জানান, শহীদ দিবসে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তিনি শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনে হামলাকালীদের দ্রুত আটক করে বিচার দাবি করেন। যাতে ভবিষ্যতে কোনো পরিবারকে সন্তান ও স্বজনহারা হতে না হয়।

কর্মসূচিতে এনসিপির উপজেলা সমন্বয়ক কমিটির নেতা নাঈমুল ইসলাম, নাজমুল ইসলাম, শাকিল মাহমুদসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা এজাজ আহমেদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us