শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার পরে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন। হামলার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন হামলার প্রতিবাদে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, গোপালগঞ্জে লীগের জঙ্গিরা আমাদের ওপর হামলা চালিয়েছে। গুলি করতেছে, বিস্ফোরণ করছে। সারাদেশে প্রতিরোধ গড়ে তুলুন।