শেরপুর নিউজ ডেস্ক:
ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। রবিবার ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে তারা ৪-০ গোলের বড় জয়ে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফরাসি চ্যাম্পিয়নরা। ১৯তম মিনিটে ফ্যাবিয়ান রুইজ বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ভিতিনহা জোরালো ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে মনে হচ্ছিল অ্যাতলেতিকো ম্যাচে ফিরতে পারে বলে মনে হচ্ছিল। ৫৭তম মিনিটে হুলিয়ান আলভারেজ একটি গোল করেন। কিন্তু ভিএআরের মাধ্যমে দেখা যায়, গোলের আগেই কোকে দেজিরে দুয়েকে ফাউল করেছিলেন।
ফলস্বরূপ, গোলটি বাতিল হয়ে যায়।
৮৭তম মিনিটে সেনি মায়ুলু ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন। আর ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে লি কাং-ইন পেনাল্টি থেকে গোল করে ৪-০ ব্যবধান নিশ্চিত করেন।
পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখায় পিএসজি।
তারা ১৬টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদ মাত্র একটি অনটার্গেট শট নিতে সক্ষম হয়।
এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল এনরিকের দল।