Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় অপহৃত অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরের কামারপাড়া এলাকা থেকে অপহরণকারীদের কবল থেকে গোলাম রব্বানী নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে উদ্ধার করেছে সেনাবাহিনী ও র‌্যাব’র যৌথ টহল দল। তিনি বগুড়ার কমরউদ্দিন সরকারি কলেজের সাবেক শিক্ষক।

জানা গেছে, অপহরণকারীরা তাকে আটক রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ টহল দল দ্রুত ঘটনাস্থলের কাছে পৌঁছালে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। এতে গোলাম রব্বানী বিনা আঘাতে উদ্ধার হন।

বর্তমানে বগুড়া সদর সেনা ক্যাম্প ও র‌্যাব অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us