শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাস চাপায় দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ্ব আব্দুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইসমাইল হোসেন ও ইদ্রিস আলী নন্দীগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় পৌঁছিলে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে ওই দুইভাই ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি দ্রুত গতিতে চলে যায়।
এ বিষয় কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।