Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় বনানী- সীমাবাড়ী পর্যন্ত মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা

 

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার বনানী থেকে শেরপুর উপজেলার সীমাবাড়ী পর্যন্ত মাত্র ৪২ কিলোমিটার দীর্ঘ সড়কে ভয়াবহ হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। মাত্র পাঁচ মাসের কিছু বেশি সময়ে, অর্থাৎ ১৬২ দিনে ১৮ টি দুর্ঘটনায় ২২ জনের মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রয়েছে।

স্থানীয়রা বলছেন, সড়কে ডিভাইডার না থাকা, অদক্ষ ও অশিক্ষিত চালকের বেপরোয়া গতির যানবাহন, লাইসেন্সবিহীন পরিবহন এবং পর্যাপ্ত ওভারপাস না থাকায় প্রতিদিনই নতুন করে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ এসব দুর্ঘটনা রোধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের।

বগুড়া হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের আওতাধীন বনানী থেকে সীমাবাড়ী পর্যন্ত মহাসড়কে ঘটেছে মোট ১৮টি দুর্ঘটনা। এতে প্রাণ গেছে ২২ জনের, আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।

বিশ্লেষণে দেখা যায়— সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে মার্চে । এই মাসেই ৮ জন নিহত হন। এছাড়া জানুয়ারি মাসে তিনজন নিহত এবং একজন আহত, ফেব্রুয়ারি মাসে একজন নিহত, এপ্রিল মাসে ৪ জন নিহত এবং একজন আহত, মে মাসে তিনজন নিহত এবং ৫জন আহত হন। আর চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত এই মহাসড়কে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার সময় শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বাস চাপায় নিহত হন মো. চাঁন মিয়া ও তার পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। চাঁন মিয়া নিজেও পেশায় একজন বাসচালক ছিলেন। এই ঘটনায় ঘাতক চালক আটক হলেও বাকি দুর্ঘটনাগুলোর বেশিরভাগেরই কোনো বিচার হয়নি।

বগুড়া শহরের বনানী মোড় থেকে শুরু করে শেরপুর উপজেলার সীমারাড়ী পর্যন্ত ছয় লেনের মহাসড়কটি নির্মিত হলেও নিরাপত্তা নিশ্চিতে তেমন কোনো ব্যবস্থা নেই। এই ৪২ কিলোমিটার পথে একাধিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে যেখানে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—বেতগাড়ী, সাজাপুর, টিএমএসএস ফিলিং স্টেশন, শাজাহানপুর উপজেলা ভবন, নয়মাইল, জামালপুর, শেরপুর উপজেলার দশমাইল, কলেজরোড,শেরুয়া বটতলা, মৎস্য খামার, ধরমোকাম, যমুনাপাড়া, মির্জাপুর, রানীরহাটমোড়,ঘোগা প্রভৃতি।

বহু জায়গায় সড়কের ওপর সঠিকভাবে ডিভাইডার না থাকায় যত্রতত্র পারাপার করছে পথচারীরা। আবার যেসব এলাকায় ফুটওভার ব্রিজ রয়েছে, সেখানেও সাধারণ মানুষ তা ব্যবহার করছে না—ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

শুধু তাই নয়, অনেক এলাকায় সড়কের পাশে বাজার, দোকান ও আবাসিক এলাকা থাকায় স্থানীয়রাও নিয়ম ভেঙে রাস্তা পার হচ্ছেন। কিছু এলাকায় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন উল্টো পথে চলাচল করে। বিশেষ করে শেরপুর শহরের ধুনটমোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত অংশে ফ্লাইওভার না থাকায় যানবাহনের চাপ বেশি এবং ট্রাফিক ব্যবস্থাপনাও দুর্বল।

ঢাকাগামী যাত্রী মাসুদ রানা বলেন, “ড্রাইভারদের অসচেতনতা, প্রতিযোগিতা, ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা বাড়ছে। মানুষ মরছে, অথচ কেউ দায় নিচ্ছে না। আমরা এর স্থায়ী সমাধান চাই।” বাসচালক ইদ্রিস আলী জানান, “ছয় লেন হয়ে যাওয়ার কারণে আমরা গতি বাড়িয়ে দেই। সময় বাঁচাতে গিয়ে ঝুঁকি নিচ্ছি। কিন্তু কখন কী হয়ে যায় বলা যায় না।”
ট্রাকচালক বেলাল হোসেন বলেন, ‘যারা ড্রাইভিং করে তাদেরও ভুল আছে। সবচেয়ে বেশি সমস্যা হয় তিনচাকার যানবাহন ও মোটরসাইকেল চলাচলে। মহাসড়কে যে পরিমাণ তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল চলে, তারা কোন নিয়ন্ত্রণ মানে না। এজন্য পরিবহন চালকদেরও সমস্যায় পড়তে হয়।’

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত ডিআইজি শহিদ উল্ল্যাহ বলেন, “সড়ক প্রশস্ত হওয়ায় চালকেরা বেপরোয়া গতি ত্বরান্বিত করছে। একদিকে তারা গতিসীমা লঙ্ঘন করছে, অন্যদিকে পথচারীরাও নিয়ম মানছে না। আমরা নিয়মিত চেকপোস্ট, মনিটরিং ও মামলা দিয়ে থাকি। কিন্তু শুধু পুলিশি পদক্ষেপ যথেষ্ট নয়। চালক, মালিক, যাত্রী সবার সচেতনতা জরুরি।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us