সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে এক সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ,যুবক আটক

শেরপুরে এক সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ,যুবক আটক

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে এক সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ করে আসাদুল ইসলাম (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে শেরপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত আসাদুল ইসলাম খামারকান্দি ইউনিয়নের মাগুড়ার তাইড় গ্রামের সামছুল ইসলামের ছেলে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম। এরআগে শুক্রবার রাতে ওই নারী বাদি হয়ে থানায় মামলা করেন।
মামলা সুত্রে জানা যায়, ওই নারীর একটি ছয় বছরের শিশু কন্যা আছে। স্বামী রাস্তার কাজের সুবাদে ১০-১২দিন পর পর বাড়িতে আসে। তার বড় ননাস (স্বামীর বড় বোন) এর ভাই অভিযুক্ত আসাদুল ইসলাম আত্মীয় হওয়ার সুবাদে তাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে। বাড়িতে স্বামী না থাকায় গত ৫ মাস পূর্ব থেকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল আসাদুল ইসলাম। গত ২ অক্টোবর রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পরি। গভীর রাতে আসাদুল ইসলাম এসে আমার ঘরের দরজা নক করে। আমি মনে করেছি স্বামী আসছে শব্দ পেয়ে দরজা খুলতেই আসাদুল ইসলাম গামছা দিয়ে আমার মুখ বেঁধে ফেলে। পরে ঘরের ভিতর নিয়ে গিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে যেন না জানাই সে জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। সকালে বিষয়টি আমার স্বামী ও শাশুরীকে জানাই। পরে তাদের সঙ্গে নিয়ে এসে এক সন্তানের জননী নিজে বাদী হয়ে শেরপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক বগুড়া

  শেরপুর ডেস্ক: অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Contact Us