শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচ টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় খুনের ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন ধরে। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পিছনে বিদ্যুৎকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে রেখেছে।