Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

নন্দীগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

 

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে প্রিয়াংকা রাণী (২৩) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি উত্তরপাড়ার উদয়ন প্রামানিকের স্ত্রী।

সোমবার (৯ জুন) সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। তিনি গত ২ জুন নাগরকান্দি এলাকার নিজ বাড়িতে বিষপান করে বলে দাবি করেছে স্বামীর পরিবার। পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রিয়াংকা রাণীর স্বামী-শ্বশুর মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ২ জুন সকালে মাছ ধরার জন্য ডাকাডাকি কেন্দ্র করে রাগান্বিত হন গৃহবধূ। ছেলের সাড়াশব্দ না পেয়ে একাই মাছ ধরতে বের হন শ্যামল প্রামানিক। কিছুক্ষণ পরই পরিবারের সবার অজান্তে বিষপান (কীটনাশক সেবন) করে ভিকটিম প্রিয়াংকা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। কিছুটা সুস্থ হলে বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন শুক্রবার আবারো অসুস্থ হয়ে পড়েন প্রিয়াংকা। আশঙ্কাজনক অবস্থায় ওইদিনই তাকে বনানী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (৭ জুন) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে গৃহবধূ মারা যান।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে। আত্মহত্যা উল্লেখ করে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন নিহতের শ্বশুর শ্যামল প্রামানিক।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us