ধুনট ( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির উঠানে শুকনা বোরো ধান পরিচর্যার সময় বৈদ্যুতিক পাখার সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আতাউর রহমান (৫৯) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার তারাকান্দি গ্রামের মানিক উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতাউর রহমান একজন কৃষক। চলতি মৌসুমে জমি থেকে পাকা বোরো ধান কেটে বাড়িতে সংরক্ষণ করেছেন তিনি। সেই বোরো ধান মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে শুকানো ও পরিচর্যার কাজ করছিলেন। এ অবস্থায় বৈদ্যুতিক পাখা দিয়ে ধানের চিটা পরিষ্কার করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফ আলী বলেন, বিদ্যুতায়িত হয়ে অসুস্থ আতাউরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসা দেয়ারও সময় পাওয়া যায়নি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে আতাউর রহমানের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।