Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

 

শেরপুর নিউজ ডেস্ক:

ভুলে যাওয়ার মতো একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা। এমন বাজে একটি সিরিজ শেষ করার পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে পাড়ি জমিয়েছেন লিটন দাসের দল।

রোববার (২৫ মে) সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। পাকিস্তানে পা রাখা প্রথম বহরে আছেন ১০ জন। ক্রিকেটারদের মধ্যে গিয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এ ছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা পাকিস্তানে পৌঁছাবেন সোমবার।

ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন, দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা পাকিস্তানে যাচ্ছেন। সব খেলোয়াড় ২৬ মে ভোরের মধ্যেই লাহোরে পৌঁছে যাবে।

অন্যদিকে, আইপিএলে খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। গতকাল (শনিবার) তার আইপিএল আসর শেষ হয়েছে।

আগামী ২৮ মে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামবে এই দু’দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us