Bogura Sherpur Online News Paper

বিনোদন

ফ্যাশন ব্র্যান্ড গুচির তৈরি শাড়িতে কান মাতালেন আলিয়া ভাট

 

শেরপুর নিউজ ডেস্ক:

প্রথমবারের মতো শাড়ি তৈরি করেছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচি, আর সেই শাড়ি পরে কানের শেষ দিনে লাল গালিচায় হেঁটে ইতিহাস গড়েছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট।কান সফরের শেষ দিনে ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছেন আলিয়া। আলিয়ার হাত ধরে বিদেশি ব্র্যান্ডে লাগল ভারতীয় ছোঁয়া।

কানের শেষ দিন আলিয়ার মোহনীয় লুকে পাগল হয়েছে ফ্যাশনপ্রেমীরাআলিয়ার জন্য বিশেষভাবে তৈরি শাড়িটি ছিল রূপালি রঙের, আর তাতে ছিল হাজারো ছোট ছোট স্বারোভস্কি ক্রিস্টালের কাজ। শাড়ির ছিল তিনটি আলাদা অংশ। ভি নেক, ন্যুড স্ট্র্যাপের ব্লাউজ। সঙ্গে স্কার্টের মতো পৃথক আরেকটি অংশ। আর আঁচল যেন ওড়নার মতো।ল্যাটিস প্যাটার্নে বসানো হয়েছে শাড়ির প্রতিটি ক্রিস্টাল। সঙ্গে চোখে পড়েছে গুচির মনোগ্রাম। ন্যুড বেস ব্যবহার করা হয়েছে টপ ও স্কার্টের অংশে। সঙ্গে শাড়ির আঁচলের মতো আছে লম্বা ড্রেপ।পোশাকের সঙ্গে মানানসই গয়না থাকবে না, তা কী হয়? শাড়ির সাথে মিলিয়ে আলিয়া পরেছিলেন নেকপিস এবং ম্যাচিং কানের দুল। আলিয়ার মেকআপ ছিল হালকা, চোখে ছিল হালকা স্মোকি লুক আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। চুল ছিল খোলা।

রাজকীয় ভঙ্গিমায় এই গুচি শাড়িতে কান-এর সমাপনী দিনটি নিজের করে নিয়েছেন আলিয়া ভাট। আলিয়ার এই নজরকাড়া সাজপোশাকের নেপথ্যে ছিলেন রিহা কাপুর। রিহা একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার এবং আরেক বলিউড ডিভা সোনাম কাপুরের বোন।এদিকে, আলিয়ার কান লুকে যেন বিমোহিত আনুশকা শর্মা থেকে কারিনা কাপুর, দিয়া মির্জা, জোয়া আখতার, করণ জোহররা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us