শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর পৌরশহরের খন্দকারপাড়ায় দিনের বেলায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। রোববার দিন দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় আমিরুল হকের ছেলে নয়নের বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হিজাব পড়া দুই মহিলা নয়নের বাড়ির দরজায় এসে ডাক দিলে নয়নের স্ত্রী দরজা খুলে দেওয়ার সাথে সাথে শয়তানের নিঃশ্বাস (এক ধরণের রাসায়নিক) ব্যবহার করে তাকে মোহবিষ্ট করে নেয়। এরপর বাড়ির ভিতরে প্রবেশ করে প্রায় ৬০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। বিষয়টি জানাজানির পর মহল্লায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ঘটনা জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্বর্ণালংকারসহ টাকা উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।