শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করেছেন। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।
মঙ্গলবার দুপুরে ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বিএনপি নেতা রিজভী বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তাঁর কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজই বেশি করছে।’
এর আগে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল আহত রাকিবুল হাসানের খোঁজখবর নেয়। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং রাকিবুল হাসানের পাশে থাকার আশ্বাস দেয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন, মো. আবুল কাশেম, মোস্তফা-ই-জামান, সদস্যসচিব মোকছেদুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



Users Today : 87
Users Yesterday : 150
Users Last 7 days : 2683
Users Last 30 days : 4740
Users This Month : 2312
Users This Year : 33720
Total Users : 508968
Views Today : 138
Views Yesterday : 282
Views Last 7 days : 3498
Views Last 30 days : 7771
Views This Month : 3012
Views This Year : 100334
Total views : 768542
Who's Online : 1