Bogura Sherpur Online News Paper

দেশের খবর

৪ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বিপৎসীমার ওপরে

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যার শঙ্কা রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং শেরপুরে গত ৪ দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর,, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এক নাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত ১০টায় পাযা ছিল ৩৯ সেন্টিমিটার ওপর।

ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো।

এদিকে আবহাওয়াবিদ পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একের পর এক বজ্র বৃষ্টি অতিক্রম করতেছে উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে। এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিনান্বচলের বিভিন্ন জেলা বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি শুরু হয়েছে।

সকাল সাড়ে ১১টার পর থেকে বিকেল ৬টা পর্যন্ত রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একের পর এক বজ্র-বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us