শেরপুর নিউজ ডেস্ক: নাশকতা মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাংবাদিক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ফিরোজ কামাল ফারুক দীর্ঘদিন ধরে ভারত ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।