Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে গ্রেফতার ২

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ২০২৫ সালের সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি অটোভ্যানসহ প্রায় ৮শ’ অবিতরণকৃত পাঠ্যবই জব্দ করা হয়।

বুধবার (১৪ মে) বিকেলে ধুনট শহরের কাঁচাবাজার সড়কে পুস্তুক ব্যবসায়ীর গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ধুনট অফিসার পাড়ার মোজাম্মেল হকের ছেলে মইনুল ইসলাম ওরফে মুঞ্জুরুল (৩২)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম একটি অটোভ্যানযোগে ২০২৫ সালের সরকারি অব্যবহৃত পাঠ্যবই ব্যবসায়ী মইনুল ইসলামের কাছে বিক্রি করেন। ওই অটোভ্যানে তৃতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৮শ’ পাঠ্যবই মেলে। বুধবার (১৪ মে) বিকেলে শফিকুল ইসলাম অটোভ্যানে করে পাঠ্যবইগুলো পুস্তুক ব্যবসায়ী মইনুল ইসলামের গুদামে নেমে দিতে থাকেন। এসময় স্থানীয় জনগণ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ধুনট থানার ওসিকে জানান।

সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ও থানার এসআই নয়ন কুমার দ্রত ঘটনাস্থলে পৌঁছে পাঠ্যবইসহ শফিকুল ও মইনুলকে গ্রেফতার করে। উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করতে বলা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us