Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক:

 

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় গ্রাম পুলিশদের নিয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে ৷
উপজেলা পরিষদ হলরুমে ৬ মে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আশিক খান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআইএলজির (গ্রেড-১) মহাপরিচালক আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুুল মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। ৬ মে থকে ৪ জুন পর্যন্ত মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১০টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ সদস্য ও সদস্যা অংশগ্রহণ করে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us