Bogura Sherpur Online News Paper

রাজনীতি

মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা মেজর (অব)হাফিজের

শেরপুর নিউজ ডেস্ক:

 

মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ। সেইসঙ্গে করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান।

মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোন আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। সেইসাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us