Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

বিচ্ছেদের গুজবে জল ঢাললেন সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের বৈবাহিক সম্পর্ক নিয়ে ফের ছড়িয়েছে গুজব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়, যাকে ঘিরে কিছু অনলাইন গণমাধ্যম যাচাই না করেই খবরও প্রকাশ করে। তবে বাস্তবে এসব গুজবের কোনো ভিত্তি নেই। বরং সাকিব-শিশির যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন ভালোভাবেই।

বুধবার (৭ মে) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন সাকিব। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও, ভক্তরা ঠিকই বুঝে নিয়েছেন—সব কিছু ঠিকঠাক আছে। পোস্টের কমেন্টবক্স ভরে যায় শুভকামনায়, অনেকেই গুজব ছড়ানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।

তাদের ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই সাকিব-শিশিরের। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, দুজনেই ভালো আছেন।

এর আগেও এমন গুজব ছড়িয়েছে। একবার শিশির ফেসবুক থেকে সাকিবের বেশ কিছু ছবি সরিয়ে ফেলেছিলেন, তখনও বিচ্ছেদের জল্পনা উঠেছিল। পরে ২০২৩ সালের ১৫ আগস্ট শিশির নিজেই এক দীর্ঘ পোস্টে জানিয়েছিলেন, তাদের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই।

জুলাই- আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লিগ পতনের পর দীর্ঘদিন দেশে ফেরেননি সাকিব। জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। যদিও তিনি ক্রিকেট থেকে একেবারে দূরে তা নয় কিন্তু মাঠে তার ফেরার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। তবে ব্যক্তিগত জীবনে স্ত্রী-সন্তান নিয়ে সাকিব বেশ নির্ভার সময় কাটাচ্ছেন বলেই জানা গেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us