শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর পৌর শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মীসভার আয়োজন করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম সরকার সাদ্দামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনের কর্মসূচি সফল করতে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয়।