Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে চোরাই ট্রাকসহ ৬৭৯ বস্তা মাছের খাদ্য উদ্ধার গ্রেফতার ৭

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে চোরাই ট্রাকসহ ৬৭৯ বস্তা মাছের খাদ্য উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় পুলিশের অভিযানে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের ফুলবাড়ী মধ্যাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (৬১), নন্দিগ্রামের তেতুলিয়াগাড়ীর মৃত শমতুল্লাহ প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম রায়হান (৪০), সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের আব্দুর রশীদের ছেলে নুরুল ইসলাম (২৫), একই এলাকার মৃত জহর হাজীর ছেলে মানিক (২৬), মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ী গ্রামের মৃত শাহজামালের ছেলে ফারুক (৪৫), শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাশেম আলী ওরফে বাবু (৪৪) ও ধড়মোকাম গ্রামের মৃত ইদ্রিস আলী খন্দকারের ছেলে আবু বক্কার সিদ্দিক (৪২)।

শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল আবু বক্কার সিদ্দিক ভোরে মেসার্স খুকুমুনি ট্রেডার্স এর মাধ্যমে ১৪ টন মাছের খাদ্য ট্রাকে লোড করে সকাল সোয়া ৭ টার দিকে শেরপুর পৌরসভার ধুনট মোড় ট্রাক টার্মিনালের কাছে এসে আসামি হাশেম আলী বাবুকে বলেন তিনি আনলোড করতে যেতে পারবেন না। এ সময় তিনি জনৈক জিয়ার সাথে পরিচয় করে দেন।

তখন হাশেম আলী বাবু নতুন হেলপার জিয়াকে ফিড বোঝাই ট্রাকটি দেখাশোনার দায়িত্বে রেখে গোসল ও খাওয়া দাওয়া করার জন্য বাড়ী যান। এরপর দুপুর সোয়া ২ টার দিকে ঘটনাস্থলে এসে দেখেন সেখানে মালামালসহ ট্রাকটি সেখানে নাই। এই ঘটনায় ট্রাক মালিক সাদেকুল ইসলাম শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তে নিয়োজিত এস আই আনোয়ার হোসেন বিভিন্ন তথ্যে প্রমানের ভিত্তিতে গত ৩ মে শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেন।

পরবর্তীতে গত মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে বগুড়ায় সদরের ফুলবাড়ী মধ্যপাড়া হতে বেলাল হোসেনকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯ টায় হাটিকুমরুল এলাকা হতে রফিকুল ইসলাম রায়হানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ২ জনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছি গ্রামের ইমরানের বাড়ী হতে চুরি যাওয়া ৫২৫ বস্তা কোয়ালিটি ফিডস উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার গ্রামের নুরুল ইসলামের ভাড়া দোকান হতে ১৫৪ বস্তা ফিড উদ্ধার সহ আসামি মানিককে গ্রেফতার করে পুলিশ।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us