Bogura Sherpur Online News Paper

কৃষি

বদলগাছীতে ঢেঁড়শ চাষে ব্যাপক সফলতা পেয়েছে চাষিরা

শেরপুর নিউজ ডেস্ক:

নওগাঁর জেলার মধ্যে সবজি চাষের উন্নতম এলাকা হিসেবে পরিচিত বদলগাছী উপজেলা। এবার ঢেঁড়শ চাষে ব্যাপক সফলতা পেয়েছে এই উপজেলার ঢেঁড়শ চাষিরা। চলতি মৌসুমের শুরু থেকেই ৭০/৮০ টাকা কেজি পাইকারী মূল্যে বেচাকেনা শুরু হয় ঢেঁড়শ। ঢেঁড়শ একটি ভিন্ন মাত্রার ফসল। ঢেঁড়শের গাছ ৬/৭ ইঞ্চি লম্বা হলেই ফল দিতে শুরু করে। যখন পুরোদমে ঢেঁড়শ তোলা শুরু হয় তখন একদিন পর একদিন উত্তোলন করতে হয়।

এলাকা ঘুরে দেখা যায়, এই উপজেলা সবজি চাষের বিখ্যাত এলাকা হলেও অন্যান্য সবজির তুলনায় ঢেঁড়শ চাষের প্রবণতা কিছুটা কম। এর কারণ হিসেবে কৃষকরা বলেন ঢেঁড়শ চাষ যেমন লাভজনক ঢেঁড়শ উত্তোলন করা তার দ্বিগুন কষ্টের। উপজেলা কৃষি বিভাগ জানায় ঢেঁড়শ একটি সবজি জাতীয় উন্নত ফসল। চলতি মৌসুমে এই উপজেলায় ঢেঁড়শ চাষ হয়েছে ২৫ হেক্টর জমিতে।

হলুদবিহার গ্রামের ঢেঁড়শ চাষী ফিরোজ হোসেন জানান, সে ১৭ কাঠা জমিতে ঢেঁড়শ চাষ করেছে। প্রতিদিন তাকে ৫০/৬০ কেজি ঢেঁড়শ তুলতে হয়। এখন ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০/৪৫ টাকা কেজি দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, ঢেঁড়শ একটি লাভজনক ও উন্নত শ্রেণির সবজি ক্ষেত। ঢেঁড়শ উত্তোলন পর্যায়ে রয়েছে। বিঘা প্রতি ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত ফলন দেয় ঢেঁড়শ। আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সবজি ক্ষেতের পোকামাকড় দমনে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us