শেরপুর ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১০ লিটার চোলাই মদসহ তোজাম আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে উপজেলার ধুনট-গোসাইবাড়ি সড়কের চরধুনট এলাকা থেকে চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোজাম একই গ্রামের ময়েন প্রমাণিকের ছেলে।
জানতে চাইলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা বলেন, তোজামসহ মামলায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।