শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল নিতে এসে জালিয়াতি করার অভিযোগে মো. ইমন (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের দরিদ্রদের জন্য পবিত্র ঈদুল আযহা উপল্েয রবিবার সকাল ১০টায় ভিজিএফ এর চাল দেয়ার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি চলে যাবার পর বেলা ১২টার দিকে ইমন নামের ওই যুবক ভূয়া কার্ড দিয়ে চাল নিতে চাইলে সংশ্লিষ্টদের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পরিষদের রাখা হয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে আসে। আটক যুবক খামারকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
Check Also
শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে বজ্রপাতে মোস্তাফিজার রহমান ফিজার আলী (৪৮)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার …